ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় গরুবাহী ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ১২, ২০২৪
কুমিল্লায় গরুবাহী ট্রাক উল্টে নিহত ২

কুমিল্লা: কুমিল্লায় গরুবাহী ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন।  

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।  

তিনি জানান, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের কোরবানির পশুর হাটে যাচ্ছিল একটি ট্রাক। পথে ইলিয়টগঞ্জ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।  

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে। বাকি ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ