ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাসাইলে সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৪
বাসাইলে সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

 

বুধবার (১২ জুন) সকালে উপজেলার স্থলবল্লা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতের নাম মনোয়ারা বেগম (৬০)। তিনি ওই গ্রামের শওকত আলীর স্ত্রী। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার স্থল বল্লা গ্রামে একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থল বল্লা দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সঙ্গে স্থল বল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। এরই জের ধরে সকালে এ জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। দা, ফালা, টেঁটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ