ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় কাঁচা ঘাস খেয়ে মারা গেল ২৬ গরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪
পূর্বধলায় কাঁচা ঘাস খেয়ে মারা গেল ২৬ গরু

নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলায় কাঁচা ঘাস খেয়ে একে একে ২৬টি গরুর মারা গেছে।  

রোব ও সোমবার (৯, ১০ জুন) দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মে গরুগুলো মারা যায়।

 

এছাড়া বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় এই খামারি।

খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার (৮ জুন) সন্ধ্যার দিকে নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরই তার গরুগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে এবং শনিবার থেকে বুধবার (১২ জুন) পর্যন্ত ২৬টি ষাঁড় গরু মারা গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলো আসন্ন কোরবানি সময় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল।  

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার জানান, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। তারা ঘাসের নমুনা সংগ্রহ করছেন। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। ’ 

এ ব্যাপারে খামারির সঙ্গে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়াসহ খোঁজখবর রাখছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১২, ২০২৪

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।