ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৪
খাগড়াছড়িতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

খাগড়াছড়ি: ‘স্মার্ট তারুণ্য, বাঁচাবে অরণ্য’ এ স্লোগান নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড।

বুধবার (১২ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী জেলা পর্যায়ের আয়োজনে প্রথম পর্বে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরে পরীক্ষায় বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।  

এ সময় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জিসান অনিক, জেলা সমন্বয়ক অপু দত্ত, আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। পরে খাগড়াছড়ি অঞ্চলের ২০ বিজয়ীর হাতে মেডেল, সনদ ও টি-শার্ট তুলে দেন অতিথিরা। এদের মধ্যে স্কুল পর্যায়ের তিনজন ও কলেজ পর্যায়ের তিনজন বিজয়ী আগামী জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।