ঢাকা: গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতা হামিম ইসলামসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ জুন) রাতে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের হোতাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এমএমআই/জেএইচ