ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
না.গঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে এই সড়কে নেই যানজট।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার যানজটমুক্ত মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা করছেন তারা।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে মহাসড়ক দুটির নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে টিকিট কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। কেউ কেউ টিকিটের জন্য বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগও করেন।  

তবে টিকিট বিক্রেতাদের দাবি, যেহেতু বাসগুলো ভরে গেলেও আসছে পুরো ফাঁকা তাই কিছুটা ভাড়া বেশি নিলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।

মহাসড়কের শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, স্বস্তির ঈদযাত্রা করছে মানুষ। যেহেতু ঘরমুখো মানুষের চাপ বেড়েছে তাই গাড়িও বেড়েছে, তবে কোথাও যানজট নেই। যানবাহনের চাপ বিকেল নাগাদ আরও বাড়তে পারে। তবে যানজটের কোনো শঙ্কা নেই।  

অতিরিক্ত ভাড়ার ব্যাপারে তিনি জানান, কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।