ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে কোথায় কখন ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
নীলফামারীতে কোথায় কখন ঈদের জামাত ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীতে ঈদুল আজহার জামাত কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এই মাঠে নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামাজ আদায়ের কথা রয়েছে।

এছাড়া সকাল ৭টা ৪৫ মিনিটে পুলিশ লাইন ঈদগা মাঠে, ৮টা ১৫ মিনিটে নীলফামারী মডেল মসজিদে, একই সময় নীলফামারী উপজেলা মডেল মসজিদে, ৮টা ১৫ মিনিটে সার্কিট হাউস ঈদগা মাঠে, সকাল সাড়ে ৮টায় কুখাপাড়া ঈদগা মাঠে, সকাল ৮টা ১৫ মিনিটে বাড়ইপাড়া নতুন মসজিদ ঈদগা মাঠে, সকাল সাড়ে ৮টায় জোড় দরগা ঈদগা মাঠে, সকাল সাড়ে কলেজ স্টেশন ঈদগা মাঠে, ৮টা ১৫ মিনিটে গাছবাড়ী পঞ্চপুকুরপাড়া ঈদগা মাঠে ও সকাল সাড়ে ৭টায় মুন্সিপাড়া আহলে হাদীছ ঈদগা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, ঈদের জামাত অনুষ্ঠানে সব প্রস্ততি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।