ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ফাইজা ও ফারুক ওই গ্রামের বাসিন্দা কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণিতে ও ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির সবার অগোচরে পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় ফাইজা ও ফারুক। বাড়িতে তাদের বেশ কিছু সময় ধরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজ করার এক পর্যায়ে পুকুর থেকে দুই ভাই-বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।  

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।