ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঈদের জামাত শেষে বিশেষ খাবার পাবেন কারাবন্দীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জুন ১৬, ২০২৪
ঈদের জামাত শেষে বিশেষ খাবার পাবেন কারাবন্দীরা

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগারে বন্দিদের জন্য জামাতের ব্যবস্থা করা হয়েছে। জামাতের পর তাদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

রোববার (১৬ জুন) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।

জেলা কারাগারে বর্তমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে বন্দি রয়েছেন ১ হাজার ২৬০ জন। নেই কোনো রাজনৈতিক বিশেষ বন্দি।

জানা গেছে, কারাগারের বন্দিদের ঈদের দিন সকালে বিশেষ খাবার হিসেবে পায়েস মুড়ি দেওয়া হবে। দুপুরে পোলাও, মুরগির ও গরুর মাংস (যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস), সালাদ, কোমল পানীয় দেওয়া হবে। রাতে ভাত, আলুর দম ও ডালের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কারা অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন আরও জানান, ঈদের দ্বিতীয় দিন বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা সাক্ষাৎ করতে পারবে। তাদের বাসায় রান্না করা খাবারও দিতে পারবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও চিন্তা আছে আমাদের।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।