ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফুপুর বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ফুপুর বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুপুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে ফয়সাল আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

সোমবার (১৭ জুন) রাতে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়ায় এ দুর্ঘটনার ঘটে।

নিহত ফয়সাল আহমেদ জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে।  

পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেলে করে আখাউড়ায় ফুপুর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।