ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
সুবর্ণচরে মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।    

বুধবার (১৯ জুন) সকাল ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের বাসিন্দা।  

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কাশেম জানান, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ার পর গ্রামের মাঠে বেঁধে রাখা নিজের মহিষ দেখতে যান। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া জানান, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় জানাননি।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।