ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে এখনো ঈদের আমেজ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
মেট্রোরেলে এখনো ঈদের আমেজ  

ঢাকা: ঈদুল আজহার পর আজ প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে যেন ঈদের ছুটির আমেজ কটেনি মেট্রোরেলে।

যাত্রী উপস্থিতি রয়েছে সাধারণ সময়ের চেয়ে অনেক কম।  

বুধবার (১৯ জুন) মেট্রোরেলে সকাল থেকে এমন চিত্রই দেখা যায়।  

অন্য সমেয় স্বাভাবিক কর্মদিবসে মেট্রোরেলে উপচে পড়া ভিড় থাকে। দাঁড়িয়ে থেকেও মেট্রোরেলে যাত্রী যেন ধরে না।  

অধিকাংশ স্টেশনের সব যাত্রী একসঙ্গে মেট্রোতে উঠতে পারেন না। ঈদের ছুটিতে রাজধানীর অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় মেট্রোরেলেও যাত্রী কমে যায়। মেট্রোরেলে উঠেই যাত্রীরা বসার সিট পাচ্ছেন।  

এই সুযোগে অনেকে আবার পরিবার নিয়ে মেট্রোতে ভ্রমণ করছেন। এমনই ঘুরাঘুরি করতে মোহাম্মদপুর থেকে আগারগাঁও মেট্রোস্টেশনে এসেছেন আব্দুল গফুর। নিজে এর আগে কয়েকবার মেট্রোরেলে চড়লেও পরিবার নিয়ে এই প্রথম মেট্রোতে চড়া। মেট্রোরেলে চড়তে পেরে ছোট ছেলে খুবই খুশি। আব্দুল গফুর বাংলানিউজকে বলেন, পরিবারকে নিয়ে ঘুরতে মেট্রোরেলে করে আগারগাঁও থেকে উত্তরা গিয়েছি। সেখানে কিছু সময় কাটিয়ে আবার আগারগাঁও ফিরে এসেছি।

মেট্রোরেলে মতিঝিল স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত কাওসার আলম জানান, ঈদের ছুটির মধ্যে যাত্রী খুবই কম ছিল। আজ কিছুটা বেড়েছে। তবে এখনো ঈদের ছুটির আমেজ কাটেনি।  

এখন যারা যাতায়াত করছেন অধিকাংশই ঘুরতে ও মেট্রোরেল দেখতে এসেছেন।  

কাওসারের মতে, আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবারও যাত্রী কম থাকবে। তবে রোববার থেকে আগের মতো যাত্রী বাড়বে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৪ 
জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।