ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা: পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) ও মো. ইনামুল হক (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলেন- আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুলের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুপাত ভাইবোন।  

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাফিজুলের মা মারা যান। ঐদিন ইনামুল হক তার মা-বাবার সঙ্গে তার নানিকে দেখতে আসে। আজ শনিবার হাফিজুলের মায়ের জিয়ারত খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। এদিকে শিশু আয়শা ও ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে গেলে তারা বল আনতে দুজনই নদীতে নামলে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ ভাসতে দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোছা. ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের দেখে মৃত ঘোষণা করা হয়।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি পুন্ডুরিয়া দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারকে সান্ত্বনা দেওয়া ভাষা নেই। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।