ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুন ২০, ২০২৪
লক্ষ্মীছড়িতে আধাবেলা হরতাল চলছে

খাগড়াছড়ি: শ্রমিক নাঈম হোসেন (৩০) নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা হরতাল চলছে।

হরতালের কারণে লক্ষ্মীছড়িতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোলেনি দোকানপাট। হরতালের সমর্থনে স্থানীয়রা বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন বলে খবর পাওয়া গেছে।  এ সময় তারা নাঈম হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে বুধবার (১৯ জুন) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। নিহত নাঈম লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট বাজারে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিবহন শ্রমিক নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। নাঈমের চাচা বাবুল হোসেন অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় খাগড়াছরি দুর্গম লক্ষীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকায় স্থানীয় কবরস্থানে নাঈমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।