ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২০, ২০২৪
পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু নিহত রুবেল মিয়ার বাড়িতে শোকের মাতম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।  

দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, নারী ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পরদিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রুবেলকে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রুবেলের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জিসান ও আঁখি নামে এলাকার দুই ছেলে-মেয়ের প্রেমে বাধা দেওয়ার ঘটনার জেরে লিটন ও আতিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে লিটন গ্রুপের রুবেলের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।