ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কয়রায় বজ্রপাতে শিশুসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ২০, ২০২৪
কয়রায় বজ্রপাতে শিশুসহ নিহত ২

খুলনা: বজ্রপাতে খুলনার কয়রা উপজেলার শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- কয়রা উপজেলার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ৩ নম্বর মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত (৩৭) ও একই এলাকার আল আমিনের ছেলে নাজমুল (১১)।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার গাগড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত নাজমুলের দাদা মুছা গাজী (৬৫) ও মইনুর (১৩)। তাদের বাড়ি কয়রার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে।

আহতরা জানান, শ্যামনগরের গড়পদ্মপুকুরে আত্মীয়ের বাড়ি থেকে গাবুরা হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। দুপুরে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে গাবুরার গাগড়ামারী এলাকার একটি ফাঁকা মাছের ঘেরে আশ্রয় নেন চারজন। সেখানে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হন।

দক্ষিণবেদকাশী ইউনিয়নের ইউপি সদস্য দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের গাবুরার গাগড়ামারী থেকে কয়রায় গ্রামের বাড়িতে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।