ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ২১, ২০২৪
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে এলাকায় বাসচাপায় রতন মণ্ডল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী হাজেরা বেগম (২৬)।

 

শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রতন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে দুপুর ২টার দিকে বালুয়া বাজার এলাকায় এলে ট্রমা ইনস্টিটিউটের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রতন। আহত হন তার স্ত্রী হাজেরা বেগম। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।