ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খেলার সময় পা পিছলে পড়ল বুড়িগঙ্গায়, প্রাণ গেল শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ২১, ২০২৪
খেলার সময় পা পিছলে পড়ল বুড়িগঙ্গায়, প্রাণ গেল শিশুর ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে মইনুদ্দিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের রূপনগর নৌকা ঘাটে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়।

তখন স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির বাবা মো. ফিরোজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে। তারা ঢাকায় থাকেন কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাটের রূপনগরের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায়। তিনি নিজে ভ্যান চালক। চার ভাই এক বোনের মধ্যে মইনুদ্দিন ছিল তৃতীয়।

তিনি বলেন, বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাসার কিছুটা দূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল মইনুদ্দিন। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে তলিয়ে যায়। জানতে পেরে আমি নিজেই নদীতে নেমে ছেলেকে উদ্ধার করি এবং দ্রুত এখানে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এজেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।