ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ছাদে ভ্রমণ, মাথায় আঘাতে প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ২২, ২০২৪
ট্রেনের ছাদে ভ্রমণ, মাথায় আঘাতে প্রাণ গেল তরুণের

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে এক তরুণের (১৮) মুত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন কেওয়াটখালি রেল সেতুতে আসতেই ট্রেনের ছাদে থাকা ওই তরুণের মাথায় আঘাত লাগে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। ওই তরুণ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেন কেওয়াটখালি রেল সেতু পার হওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।