ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আলফাডাঙ্গায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
আলফাডাঙ্গায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য দলাদলিকে কেন্দ্র দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত আজিজার শেখ (৪৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

শনিবার (২২ জুন) সকালে আলফাডাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার (২১ জুন) বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাইরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম আহাদুল হাসানের সমর্থক বারইপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝুনু মিয়ার সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সমর্থক একই গ্রামের ইকরাম মিয়ার মধ্যে গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক বছর ধরে দুইপক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনা চলমান রয়েছে। চার বছর আগে হতাহতরা ইকরাম মিয়ার ছেলের ওপর হামলা চালায়। সে হামলায় ইকরাম মিয়ার ছেলে ইমরান মিয়া মারাত্মক আহত হয়।

সে বিরোধের জেরে গত বুধবার রাতে দুইপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ঝুনু মিয়ার পক্ষের আজিজার শেখ ও রিপন সরদার নামে দুই ব্যক্তি গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজিজার শেখ শুক্রবার (২১ জুন) বিকেলে মারা যায়। গুরুতর আহত রিপন সরদারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ হামলায় নারীসহ দুইপক্ষের আরও তিনজন আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থক গুরুতর আহত রিপন সরদারের বাবা বাদশা সরদার বলেন, আমার ছেলে রিপন সরদার গ্রামের কিছু লোকজন নিয়ে বাড়ির সামনে পাকা সড়কের পাশে গল্প করতেছিল। ইকরাম মিয়ার ছেলেরা ও হাসেম ফকিরের ছেলেরা ভ্যানে এসে ১০-১২জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থক ইকরাম মিয়ার স্ত্রী জুলেখা বেগম বলেন, আমার স্বামী ও তিন ছেলে মহিষাগোপ যাওয়ার পথে রিপন সরদার ও আজিজার শেখরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আমার ছেলে ইমরান আহত হয়ে কাশিয়ানী হাসপাতালে ভর্তি রয়েছে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল জানান, এ ঘটনার তিব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। প্রকৃতি দোষীদের শাস্তির দাবি করছি।  

আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা বলেন, সংঘর্ষের ঘটনায় আহত আজিজার শেখ নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হতাহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।