ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

১৫ বছরে ১১ লাখের বেশি নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
১৫ বছরে ১১ লাখের বেশি নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা: গত ১৫ বছরে দেশের ১১ লাখের বেশি নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী। এর মধ্যে সব চেয়ে বেশি নারী কর্মী সৌদি আরবে গিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

রোববার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পারভীন জামানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী এসব কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। সৌদি আরবে সব থেকে বেশি নারী কর্মী গিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের মে পর্যন্ত পণ্য খাতে রপ্তানি আয়ের পরিমাণ ৫১ হাজার ৫৪২ দশমিক ৭০ মিলিয়ন ডলার। এ সময়ে সেবাখাতের রপ্তানি আয়ের পরিমাণ পাঁচ হাজার ৮৩ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।