ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই

ভোলা: পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে সদরের ইলিশা নৌ পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে।  

ভোলা নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার বিকেলে পুলিশের ওই কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক। তবে এ বিষয়ে ভিন্ন কোনো কারণ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

সন্ধ্যায় নৌ পুলিশের কার্যালয়ে এ বিষয়ে জানতে চেষ্টা করলে কেউ কথা বলতে রাজী হননি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।