ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় স্টেশনে রাখা ট্রেনের বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
পঞ্চগড় স্টেশনে রাখা ট্রেনের বগি লাইনচ্যুত

পঞ্চগড়: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা ট্রেনের অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়েছে।  

সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ শিটে নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের একটি বগি দুর্ঘটনার কবলে পড়ে।

 

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেক্ট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেওয়া হচ্ছিল। এসময় পেছনে বেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রেনের ধাক্কায় পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায়। এ ঘটনার পরেও স্টেশনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশ ক্রমে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।