ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত

ফরিদপুর: মাদক কারবারে বাধা দেওয়ায় রাজু শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজু শেখ ভাজনডাঙ্গার এলাকার বাহাদুর শেখের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাজু শেখ বলেন, শহরতলীর ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় চিহ্নিত মাদক কারবারি রাসেল, মুরাদ, শাকিলসহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের কারবার করে আসছেন। বিভিন্ন সময় এলাকার মুরুব্বিরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। গত রোববার গাঁজাসহ রাসেলকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় রাসেল ক্ষুব্ধ হয় আমার ওপর।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে কয়েকজন এলাকাবাসী নিয়ে আমি থানায় অভিযোগ করতে যাই। যাওয়ার পথে রাসেল তার লোকজন আমার ওপর হামলা চালায় ও কুপিয়ে মারাত্মক আহত করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি আমাদের নজর এসেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।