ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিএমএম কোর্টের আলামত ধ্বংসের চুল্লিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
সিএমএম কোর্টের আলামত ধ্বংসের চুল্লিতে আগুন

ঢাকা: পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটার দিকে সিএমএম আদালতের হাজতখানা সংলগ্ন আলামত ধ্বংসের চুল্লিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এ সময় ডাম্পিং চুল্লিতে নিষিদ্ধ পলিথিন পুড়ানোর সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ৩টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, চুল্লিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিষিদ্ধ পলিথিন পুড়ানো হচ্ছিল। পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুনের শিখার ব্যাপ্তি দেখা দেয়। আমরা এসে অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।