ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেবা পেতে হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জানানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
সেবা পেতে হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জানানোর আহ্বান

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা গ্রহণে যেকোনো ধরনের হয়রানির শিকার হলে তা তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।  পাশাপাশি বিএসটিআইর সেবা প্রদানে গতিশীলতা আনয়ণের পরামর্শসহ পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না সে বিষয়েও অবহিত করার অনুরোধ জানান তিনি।

 

মঙ্গলবার (২৫ জুন) বিএসটিআইর প্রধান কার্যালয়ে বিএসটিআইর কর্মক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।

বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিএসটিআইর পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই আয়োজিত গণশুনানিতে বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিবরা উপস্থিত থেকে বিএসটিআইর সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।