ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রামুতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
রামুতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকায় সিএনজি অটো রিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাওহীদ বাবু(২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

তাওহিদ রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।

 

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫ টার সময় মোটরসাইকেলযোগে কক্সবাজার আসার পথে জোয়ারিয়ানালা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত তাওহীদুল বাবুর পিতা লুৎফুর রহমান একজন প্রবাসী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়- ০০২৪ ঘন্টা, জুন ২৬,২০২৪,
এসবি/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।