ঢাকা, রবিবার, ১৭ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভালুকায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
ভালুকায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পলাশ চন্দ্র দাস (৩৩) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ যাত্রী।

 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘণ্টাব্যাপী ঢাকাগামী লেনটি বন্ধ রেখে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিহত বাস হেলপার পলাশ চন্দ্র দাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চকনারায়ন পুর গ্রামের বাসিন্দা কালিচরন দাসের ছেলে। তবে এ দুঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-ব-১১-০১১৪) অতিক্রম করার সময় ঢাকাগামী এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তানজিয়া পরিবহনের বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বপাশে ৩০ ফুট নিচে খাদে পড়ে এ দুঘটনা ঘটে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।