ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

কিশোরগঞ্জ: জেলার বাজিতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইয়াছিন হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইয়াছিন হাসান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আহত সিফাত (১৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের আকবর আলীর ছেলে এবং সানজিদ (১৯) একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ইয়াছিন হাসানসহ তিনজন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সিফাত ও সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।  

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।