ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় পুকুরে মিলল ১০ ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
হাতিয়ায় পুকুরে মিলল ১০ ইলিশ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি জাটকা ইলিশ।  

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে জাটকাগুলো ধরা পড়ে।

হরণী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, ৪ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরটি কিছুদিন আগে মাইজদী শহরের ডা. মো. আক্তার হোসেন অভি নামে এক ব্যক্তি লিজ নেন। শনিবার সকালে তিনি লোক দিয়ে মসজিদের পুকুরে জাল টানেন। এ সময় জালে অন্যান্য মাছে সঙ্গে ১০টি জাটকা ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো ছোট (২০০-২৫০ গ্রাম) হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। গত ১০-১৫ দিন আগেও এই পুকুরে জাল টানলে ২০-২৫টি জাটকা ইলিশ ধরা পড়েছিল। এই অঞ্চলের প্রায় পুকুরেই ইলিশ পাওয়া যায়।  

নাজমা আরিফ আরও জানান, আমার এই ওয়ার্ডে জোয়ারের সময় লবণাক্ত পানির সঙ্গে ইলিশের পোনা ঢুকে আটকা পড়ে। পরে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।  

এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মোবাইলফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।