ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারী বর্ষণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ভারী বর্ষণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি: টানা কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে কাচাংল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়।

জানা গেছে, উপজেলার সদর, বারবিন্দু ঘাট, মাস্টারপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রূপকারি ও পুরাতন মারিশ্যা গ্রাম প্লাবিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, টানা বর্ষণের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।  

ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ শুরু করবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।