ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ভেসে এলো শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
ভারত থেকে ভেসে এলো শিশুর মরদেহ

পঞ্চগড়: ভারত থেকে যমুনা নদী দিয়ে বাংলাদেশ সীমানায় এক শিশুর (১০) মরদেহ ভেসে এসেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (নীলফামারী বিজিবি-৫৬) সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) রাতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বাহিনীর পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।  

এর আগে বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়ার সীমান্ত এলাকার যমুনা নদীতে ভারত থেকে মরদেহটি ভেসে আসতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। তবে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চাকলাহাট ইউনিয়নের উত্তর খালপাড়া এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে আসে। স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে মরদেহটি উদ্ধার করে।

শহিদুল ইসলাম নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, মরদেহটি ভারত থেকে ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আমাদের ও বিজিবিকে খবর দেয়।  

নীলফামারী ৫৬ বিজিবির অধীনে থাকা পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ওই শিশুর মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।