ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে বিএসআরএফ'র ফল উৎসব অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
সচিবালয়ে বিএসআরএফ'র ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকা: বিভিন্ন ফলের সমাহারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (০৩ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন।

বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।  

ফল উৎসব উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ  উৎসব।

উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানা জাতের ফল।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৩,২০২৪
জিসিজি/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।