ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম নুর মোহাম্মদ (৩০)। নুর ওই শিবিরের ডি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে। পেশায় তিনি শিবিরের একটি মক্তবের শিক্ষক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন জানান, ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন নুর মোহাম্মদ। এ সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাকে গতিরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ