ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক ফজলুর রহমান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
ভাষাসৈনিক ফজলুর রহমান আর নেই

গোপালগঞ্জ: গোপালগঞ্জের অন্যতম ভাষাসৈনিক এ. এম. ফজলুর রহমান (৯৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি জেলা শহরের পাওয়ার হাউজের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি ৩ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় এ. এম. ফজলুর রহমান সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব রক্ষক ছিলেন। এছাড়া তিনি একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন। তিনি গোপালগঞ্জ থিয়েটার নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।  

বুধবার বাদ আসর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদে তার জানাজা হবে। পরে গেটপাড়া পৌর কবরস্থানে তার দাফন হবে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা,  জুলাই ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।