ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

উৎসে কর প্রত্যাহারের দাবিতে নওগাঁয় রাইস মিল মালিকদের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
উৎসে কর প্রত্যাহারের দাবিতে নওগাঁয় রাইস মিল মালিকদের সভা

নওগাঁ: সরকারের একক সিদ্ধান্তের কারণে অটো রাইসমিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশের শীর্ষ রাইস মিল মালিক নেতারা।

বুধবার (৩ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে ‘বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স সমন্বয় পরিষদ’ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

মিল মালিকরা বলেন, ধান-চালের মূল্য নির্ধারণ, মজুত আইন পুনঃনির্ধারণ, প্রণয়ন এবং চালের বস্তায় ধানের জাত, মূল্য ও তারিখ লেখার সিদ্ধান্ত সরকারের একক। এ বিষয়ে মিল মালিকদের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। সরকারের এসব সিদ্ধান্তের কারণে রাইসমিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করা হয়।

তারা আরও বলেন, সরকার মিনিকেট নামে চাল বাজারজাত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু মিনিকেটের পরিবর্তে কি নামে সেই চাল বাজারজাত হবে তা নির্ধারণ করেনি। ধান চালের অসামঞ্জস্য মূল্য নির্ধারণ উৎসে করের কারণে মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারছে না। বিষয়গুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মিলাররা।

সভায় দেশের বিভিন্ন জেলার অটো রাইস মিল মালিকরা অংশ নেন।

সভায় বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স সমন্বয় পরিষদের আহ্বায়ক এম এ খালেক, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান বাবু, বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক কমলসহ দেশের শীর্ষস্থানীয় অটোমেটিক চাল কল মালিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।