ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ঢামেকে এক কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জুলাই ৪, ২০২৪
ঢামেকে এক কয়েদির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম মোস্তফা (৬৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নাম্বার- ৫২৫৭/এ।

বৃহস্পতিবার (০৪ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাম মোস্তফা গাজীপুর জয়দেবপুর আউটপাড়া গ্রামের বাসিন্দা ছিল।

চিকিৎসার জন্য ওই বন্দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। বুধবার (০৩ জুলাই) দ্বিতীয় দফায় আবারও ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২১৫ ওয়ার্ডে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় বন্দী গোলাম মোস্তফা মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।