ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
ফুলবাড়ীতে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

শুক্রবার (৫ জুলাই) দুপুরের দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের বাসিন্দা আমান উদ্দিন (৪৫) ও একই উপজেলার পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল ইসলাম (৪০)। তবে আহত চারজনের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুপুরে দিনাজপুরে আমবাড়িহাট থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি নছিমন জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে উত্তর সুজাপুর এলাকায় এলে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২০, জুলাই ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।