ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোমরা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ভোমরা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১  প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি বড় স্বর্ণের বারসহ মো. মাসুদ রানা (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা স্থানীয় মো. শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থায় নেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে বড় একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। আর এর মূল্য প্রায় এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করে স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।