ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় নাহিদ ইসলাম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ মোটরসাইকেলে ঘুরতে কালিহাতী দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুর এলাকায় এলে বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।