ঢাকা: সরকারি চাকরিতে সব গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর সায়েন্সল্যাব থেকে শাহবাগ মোড় পর্যন্ত এলাকা স্থবির হয়ে গেছে। আশপাশের এলাকায়ও বন্ধ হয়ে গেছে যান চলাচল।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ শুরু করেন। এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে ইডেনের শিক্ষার্থীরাও এতে যোগ দেন৷ পরে একসঙ্গে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷
অন্যদিকে ৪টা ১০ মিনিটের দিকে বিচ্ছিন্নভাবে শাহবাগ মোড়ে এসে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এখানে অবস্থান নেন।
এর ফলে সায়েন্সল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, মৎস্য ভবন, পরীবাগ ও হাইকোর্ট এলাকার সড়কগুলোতে।
সায়েন্সল্যাব থকে আসাদ গেট পর্যন্ত মিরপুর রোডের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে জিগাতলা থেকে সায়েন্সল্যাব মোড়ের যানচলাচলও বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে বৈষম্য চাই না, সবার সমান অধিকার নিশ্চিত চাই৷
অবরোধে যোগ দেওয়া ইডেন কলেজের শিক্ষার্থী শাহনাজ ইসলাম বলেন, সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে৷ বৈষম্যের সঙ্গে আমরা কোনো আপস করবো না৷
সংগঠকরা জানিয়েছেন, শাহবাগ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্য ভবন মোড় অবরোধ করবেন।
সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
তবে এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ সব গ্রেডে কোটা যৌক্তিক পরিমাণে সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
এনবি/আরএইচ/এইচএ/