ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ 

বেনাপোল (যশোরে): বেনাপোল সীমান্ত এলাকা থেকে নয়টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৬৮ গ্রাম।

যার দাম আনুমানিক এক কোটি আট লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

আটক মনোয়ারের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে সকালে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হবে-এমন খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকালে সীমান্তের দিকে এক ব্যক্তিকে যেতে দেখে তাকে থামিয়ে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালালে এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি আট লাখ টাকা।  এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।