ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাইসেন্স মেয়াদোত্তীর্ণ: চিকিৎসক না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
লাইসেন্স মেয়াদোত্তীর্ণ: চিকিৎসক না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রোগী থাকলেও চিকিৎসক না থাকায় চাঁদপুরে একটি হাসপাতালকে ৫০ হাজার ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতাল এবং স্টেডিয়াম সড়কের নিউ আল কারিম ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাস।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাস বলেন, শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত মা ও শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুইটি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী থাকলেও ডাক্তার নেই। হাসপাতালের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। হাসপাতালে রোগীদের মেডিকেল পরীক্ষার প্যাথলজি থাকলেও নেই লাইসেন্স ও টেকনিশিয়ান, তবুও চলছে পরীক্ষা।

মা ও শিশু হাসপাতালের তৃতীয় তলায় গিয়ে দেখা যায়, একটি অপারেশন থিয়েটার থাকলেও ব্যবহৃত হচ্ছে অনেক পুরাতন ঝং ধরা সব যন্ত্রপাতি। অপারেশন কাজে ব্যবহার করা হয় সরকার কর্তৃক নিষিদ্ধ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যালোথেন। সরেজমিনে এসব অনিয়ম দেখে তাৎক্ষণিক উক্ত অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয় এবং মা ও শিশু হাসপাতালের পরিচালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া চাঁদপুর স্টেডিয়াম রোডে অবস্থিত নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন যাবত লাইসেন্স হালনাগাদ না করেই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এ সময় প্যাথলজির  ফ্রিজে পাওয়া যায় প্রায় ৬ মাস পূর্বের মেয়াদউত্তীর্ণ রাসায়নিক মেডিসিন যা দিব্যি এখনও তারা নীরবে ব্যবহার করে আসছে। তাৎক্ষণিক নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত বলেন, অনিয়মের অভিযোগ পেয়ে শহরের মা ও শিশু হাসপাতাল ও আল কারীম ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মানসন্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাঁদপুর শহরের প্রতিটি হাসপাতালে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা,জুলাই ৯,২০২৪
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।