ঢাকা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
এরপর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছে রাস্তা অবরোধ করেন। এতে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, চলমান কোটা ব্যবস্থা বাতিল না করলে বাংলা ব্লকেডের আওতায় কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
এসময় শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
কোটাবিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
পিএম/এসএএইচ