ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
রাজধানীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ঢাকা: সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি অনুযায়ী রাজধানীর মহাখালী আমতলা রেললাইন কারওয়ান বাজার এলাকার রেললাইনে অবরোধ করে রাখেন।

এতে দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ আছে।

বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী আমতলা লেভেল ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ির পাশাপাশি ও কারওয়ান বাজারে রেললাইনে অবস্থান নিয়েছেন। দুপুর ১২টার থেকে তারা এখন পর্যন্ত রেললাইনের ওপরে বসে আছেন। দুই পাশেই রেল চলাচল বন্ধ আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।