ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে দেড় মণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
বিজয়নগরে দেড় মণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার  দেড় মণ গাঁজাসহ গ্রেপ্তার ইউসুফ আলী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেড় মণ গাঁজাসহ ইউসুফ আলী (৬০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  

বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া হাটখোলা গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইউসুফ জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া (পশ্চিমপাড়া হাটখোলা) গ্রামের মুসকত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে উপজেলার পাইকপাড়া (পশ্চিমপাড়া হাটখোলা) গ্রামের নিজ বাড়ি থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে দেড় মণ (৬০ কেজি) গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের উপস্থিতি টের পেয়ে নূর ইসলাম ও লোকমান খাঁ নামে দুই মাদককারবারি পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।