ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্কুলব্যাগে মিলল গাঁজা, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুলাই ১১, ২০২৪
স্কুলব্যাগে মিলল গাঁজা, গ্রেপ্তার ১

বরগুনা: বরগুনা পৌর এলাকায় স্কুলব্যাগে পাওয়া গেলে এক কেজি গাঁজা। ব্যাগ পরিবহনকারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেটের পেছনে জেলা মাইক্রোবাসচালক শ্রমিক ইউনিয়নের অফিসের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারির নাম - মো. ফয়সাল প্যাদা (২০)। বরগুনা সদর উপজেলার এম, বালিয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াভাঙ্গা গ্রামের গ্রামের মো.সেলিম প্যাদার ছেলে তিনি।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশির আলম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সদর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।