ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল ও কসবা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন- নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের মাওলানা মো. আব্দুল আখের কারীর ছেলে মো. ওসমান গণি (৩০) ও গোমস্তাপুর উপজেলার বৈজনাথপুর বাঙ্গাবাড়ি এলাকার মোন্তাজ আলীর ছেলে উজ্জল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাচোলের নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন উজ্জ্বল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অপরদিকে, কসবা ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে  ওসমানের মৃত্যু হয়।  

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় ওই দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।