ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে সান্ধ্য আইন শিথিলের সময় বাড়লো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জুলাই ২৫, ২০২৪
মানিকগঞ্জে সান্ধ্য আইন শিথিলের সময় বাড়লো

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে সান্ধ্য আইন (কারফিউ)  শিথিলের সময় আরো বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক রেহেনা আকতার সান্ধ্য আইন (কারফিউ) শিথিলের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং শোনা যায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) শিথিল থাকবে।  

তিনি বলেন, জেলার সাধারণ মানুষ যেন তাদের দৈনন্দিন কাজ করতে পারে সেই কথা বিবেচনায় রেখে সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। মানুষ তাদের নিজ নিজ কর্ম ঠিকমতো করতে পারছে কিনা তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মনিটরিং টিম মাঠে কাজ করছে।

জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার বলেন, জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সেজন্য সান্ধ্য আইন (কারফিউ) শিথিল করা হয়েছে এবং জননিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।