ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

মানিকগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও এখন তা কমতে শুরু করেছে।

শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে জেলার আরিচার যমুনা পয়েন্টে পানি কমার দৃশ্য দেখা যায়।

পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েক দিন যাবত জেলার শিবালয় উপজেলার আরিচার যমুনা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে ৭ দশমিক ৩০ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টের বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।